Home সারাদেশ ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ইফতার অনুষ্ঠিত

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ইফতার অনুষ্ঠিত

by Shohag Ferdaus

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক এ্যালামনাই অংশ নেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন, মো: মহসিন, জসিম উদ্দিন, নুরে আলম জিকো, প্রফেসর আবুল কালাম পাটোয়ারিসহ অন্যরা এতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, স্বাধীন দেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার মান আরও বাড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গবেষণায় বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

ভয়েস টিভি/এসএফ

You may also like