Home রাজনীতি ‘ইসলাম শান্তির কথা বলে, অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে’

‘ইসলাম শান্তির কথা বলে, অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে’

by Shohag Ferdaus
হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘ইসলামে উগ্রবাদের কোনো স্থান নেই। আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে, সেটা ইসলাম বলে না। ইসলাম শান্তির কথা বলে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে না।’

২৮ নভেম্বর শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হানিফ একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আলেম-ওলামারা শ্রদ্ধার পাত্র। আপনারা উগ্রবাদী কথা বলবেন না। উগ্রবাদী কথা জনগণ সমর্থন করে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে। কোনো শক্তির ক্ষমতা নেই এটা ঠেকানোর।’

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র। এখানে পাকিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদের হুমকি শোনার জন্য নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হয়নি। এটা স্বাধীন দেশ, এখানে সরকার আছে, জনগণ আছে। উগ্রবাদী কথা জনগণ মানে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।’

হানিফ আরও বলেন, ‘করোনার সময়ে সারা বিশ্বে যেখানে জিডিপি নামছে সেখানে আমাদের জিডিপি পাঁচে আছে। এটা বর্তমান সরকার শেখ হাসিনার কারণে হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের কোনো উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির চোখে পড়ে না। বিএনপির রাজনীতি মিথ্যাচারে ভরা আর অভিযোগে পূর্ণ। ভোট নিয়ে তারা মিথ্যাচার করে। দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ইস্যু না থাকা সত্ত্বেও আলেমদের নিয়ে ইস্যু করার চেষ্টা করছে তারা।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির।

আরও পড়ুন: ভাস্কর্য হলেই ফেলে দেয়ার হুমকি বাবুনগরীর

ভয়েস টিভি/এসএফ

You may also like