ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী যারা বনী-ইস্রায়েল জাতির অন্তর্গত এবং জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসারী। হযরত ইবরাহিম (আ.) এর পুত্র হযরত ইসহাক, তার পুত্র ইয়াকুব ওরফে ইসরাইল এর বংশধরগণ বনী ইসরাঈল নামে পরিচিত। ইয়াকুব (আ.) এর ১২ পুত্রের নামে বনী-ইসরাইলের বারোটি গোষ্ঠীর জন্ম হয় যার মধ্যে ইয়াহুদার ছেলেমেয়েরা ইহুদি নামে পরিচিত।
ইহুদি জাতির রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে সংঘাতে এ জাতি ১৯৪৮ সালের পর থেকেই আলোচিত-সমালোচিত। এর আগে নাৎসি বাহিনী কর্তৃক এ জাতি গোষ্ঠির ওপর চলে ইতিহাসের নিকৃষ্ট হত্যাযজ্ঞ। ইহুদি জাতির বিভিন্ন পণ্ডিত ও দার্শনিকের ব্যবহৃত কিছু ঐতিহাসিক জিনিস নিয়ে আজকের আয়োজন।
ইহুদিদের প্রাচীন নিদর্শন চতুর্থ শতকের এই অয়েল ল্যাম্প। ইহুদিবাদের গুরুত্বপূর্ণ এই প্রতীকটি পাওয়া গিয়েছিল জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ট্রিয়ারে। দেখে মনে হয় এটি হয়ত উত্তর আফ্রিকার শহর কার্থেজে তৈরি।
ইহুদি দার্শনিক মোজেস মেন্ডেলসনের ব্যবহার করা চশমা এটি। ১৮ শতকে তিনি জ্ঞানের জগতে আলো ছড়িয়েছিলেন, খ্রিস্টান এবং ইহুদিদের মাঝে এক সংলাপেও ভূমিকা রেখেছিলেন৷তার বন্ধু গঠোল্ড এফ্রাইম লেসিং ‘নাথান দ্য ওয়াইজ’ নাটকে মেন্ডেলসনের দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মধ্যযুগে জার্মানির রাইনলান্ড অঞ্চলের স্বর্ণকারদের বিশেষ সুখ্যাতি ছিল। কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই শিল্পে ইহুদি এবং খ্রিস্টান স্বর্ণকারদের দক্ষতার সাক্ষ্য দেয়। ছবির এই কানের দুলটি ২০১১ সালে কোলন শহরে পাওয়া যায়।
লেখক হাইনরিশ হাইনের জন্ম ইহুদি পরিবারে। তবে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে খ্রিষ্টান হয়ে যান। ধর্মান্তরিত হওয়া যে ভুল ছিল তা নিজেই পরে স্বীকার করেছেন। একবার দুঃখ করে লিখেছিলেন, ‘ইহুদি এবং খ্রিষ্টানরা আমাকে সমানভাবে ঘৃণা করে। খ্রিষ্টান হওয়ার জন্য আমি অনুতপ্ত।’ ওই একটি সিদ্ধান্তের জন্য ইসরায়েলে এখনো হাইনরিশ হাইন এক বিতর্কিত নাম। আর এটি হাইনরিশ হাইনের স্মৃতিচিহ্ন।
প্রথম বিশ্ব যুদ্ধে যে এক লাখ ইহুদি অংশ নিয়েছিলেন, নাবিক মাক্স হালার তাদের একজন। ১৯১৫ সালে স্বপ্রণোদিত হয়ে সাবমেরিন বহরে যোগ দেন। সেখানে নাবিক হিসেবে অনন্য ভূমিকার জন্য ‘আয়রন ক্রস’ পুরস্কার দেয়া হয় তাকে। প্রথম যুদ্ধের পর ব্যবসা শুরু করেন হালার। নাৎসি বাহিনী ইহুদিদের বর্জন করলে নিজের দোকানের জানালায় বীরত্বের জন্য পাওয়া পুরস্কারগুলো সাজিয়ে রাখেন। ফলে তার দোকানে নাজিদের হামলা হয়নি।
ভয়েস টিভি/এসএফ