Home বিনোদন ইসলাম ছেড়ে ‘ইহুদি হয়ে গর্বিত’ কুয়েতের নারী কণ্ঠশিল্পী

ইসলাম ছেড়ে ‘ইহুদি হয়ে গর্বিত’ কুয়েতের নারী কণ্ঠশিল্পী

by Shohag Ferdaus
কণ্ঠশিল্পী

কুয়েতের নারী কণ্ঠশিল্পী ইবতিসাম হামিদ ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। ইসলাম ছেড়ে দেয়ার পেছনের কারণগুলোও তিনি ব্যাখ্যা করেছেন।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আরটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।

মিডিল ইস্ট মনিটর তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইবতিসাম হামিদ ‘বাসমা আল-কুয়েতি’ নামে সুপরিচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি বলেছেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করার ঘোষণা দিয়েছি। গর্বের সঙ্গে ইহুদি ধর্মে ধর্মান্তরের ঘোষণা করছি।

তিনি জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তার বিশ্বাসের ওপর ভিত্তি করেই নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি ইহুদি’ এটি বলতে পেরে আমি গর্বিত।

মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, হামিদ বর্তমানে কুয়েত বসবাস করেন কি না- সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like