Home অপরাধ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Newsroom

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১৪ অক্টোবর বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে বসুরহাট পৌরসভার ওয়ার্ডে করালিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আলী আহাম্মদকে গ্রেফতার করে ডিবি। সে কক্সবাজার পৌরসভার জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অভিযান চালায় ডিবি। এসময় করালিয়া মামুন মার্কেটের মাওলানা হাফেজ উল্যার রকমারি স্টোরের সামনে থেকে ২ হাজার ইয়াবাসহ আলী আহাম্মদকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবু হুসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিবির এসআই মো জাকির হোসেন বাদী হয়ে ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে ১৫ অক্টোবর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী আহাম্মদ কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like