2
ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌরকাঠালী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আবুল বাশার সদর উপজেলার চরজংলা এলাকার শাহজাহান মিয়ান ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরকাঠালী এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ১০ পিস ইয়াবাসহ আবুল বাশারকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ