Home সারাদেশ চরম ঝুঁকিতে ঈদের নৌ-যাত্রা

চরম ঝুঁকিতে ঈদের নৌ-যাত্রা

by Newsroom
ঈদের নৌ-যাত্রা

ঢাকা : স্বাস্থ্যবিধি না মেনে ইচ্ছেমত ভাড়া বাড়িয়ে চলাচল করছে অধিকাংশ নৌযান। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিকাংশ লঞ্চেই এমন চিত্রের দেখা মিলেছে। চলছে ঝুঁকিপূর্ণ ছোট নৌযান।

সারা দেশে ছোট বড় মিলে বৈধ নৌযানের সংখ্যা ১৫ হাজারের মতো।এর মধ্যে সানকানডেক লঞ্চগুলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আয়তনে কম এবং উপরিভাগের তুলনায় পানিতে ডুবন্ত অংশের পরিমাণ কম হওয়ায় এমন লঞ্চকে তুলে দেয়ার সুপারিশ করা হয়েছে প্রায় প্রত্যেকটি তদন্ত কমিটিতে।কিন্তু তবুও বহাল তবিয়তেই আছে এসব লঞ্চ।

বর্ষাকালে ছোট লঞ্চ চলাচল এমনিতেই ঝুঁকিপূর্ণ। তারওপর যদি বয়া,লাইফ গার্ড যথেষ্ঠ পরিমাণে নেই।ইতোমধ্যেই ঈদের অযুহাতে দাম বেড়েছে প্রতিটি রুটে।এ নিয়ে যাত্রীদের মনে অসন্তোষ আছে চরম মাত্রায়।

নিরাপদ দুরত্ব রেখে স্বাস্থবিধি মানার কথা বলা হলেও সেটা মানা হচ্ছেনা।এনিয়ে সুপারভাইজারের কিছু অনুযোগ আছে। দেশের দক্ষিণাঞ্চলে ঈদের আগে এমন অনিয়ম দুর করা দরকার বলে মনে করে সাধারণ যাত্রীরা।

ভয়েস টিভি/নিয়ামুল আজিজ সাদেক/দেলোয়ার

You may also like