4
উচ্চারণ : আল্লাহুম্মা জাইয়্যিনা বিজিনাতিল ঈমানি ওয়াজআলনা হুদাতাম মাহদিয়্যিন।
অর্থ : হে আল্লাহ, আমাদের ঈমানের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করুন আর হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াত প্রদর্শনকারী করুন।
উপকার : আম্মার ইবনে ইয়াসির (রা.) নামাজে অন্যান্য দোয়ার সঙ্গে এই দোয়াটি পড়তেন। তিনি বলেন, তিনি রাসুল (সা.)-কে এই দোয়া পড়তে শুনেছেন। (মিশকাত শরীফ, হাদিস : ২৪৯৭)