Home সারাদেশ ঈশ্বরদী রেলওয়ে জংশনে উন্নয়নের ছোঁয়া : খুশি যাত্রীসহ স্থানীয়রা

ঈশ্বরদী রেলওয়ে জংশনে উন্নয়নের ছোঁয়া : খুশি যাত্রীসহ স্থানীয়রা

by Newsroom

পাবনা প্রতিনিধি: ব্রিটিশদের তৈরি স্থাপনা সংস্কার করায় আধুনিয়কায়নের ছোঁয়া লাগতে শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলপথের ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে। যাত্রীদের ট্রেনে উঠানামায় সুবিধাজনক প্লাটফর্ম, যাত্রী ছাউনী, নতুন রেললাইন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে এই উন্নয়নমূলক কাজে রেল কর্তৃপক্ষের পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগও উঠেছে।

৩৩৫ কোটি টাকার “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র” নতুন রেললাইন নির্মাণ, নতুন রেল স্টেশন স্থাপন, রেললাইন সংস্কার, প্লাটফর্ম সংস্কার, যাত্রীসেবার মান বাড়াতে টয়লেট আধুনিয়কায়, রেল স্টেশনে ইয়ার্ড ডিজিটালাইজসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে রেলপথে যাত্রীদের সেবার মান বাড়াতে রেল স্টেশনের আধুনিকায়নসহ বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে। বৃটিশ শাসকদের তৈরি অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হওয়ায় আধুনিক রেল স্টেশন তৈরি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘদিন পর হলেও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন করায় খুশি এ অঞ্চলের মানুষ। পাশাপাশি রেল কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছেন তারা। তবে এসব দূর্নীতির বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আসাদুল হক ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

You may also like