Home খেলার খবর অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

by Imtiaz Ahmed

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের ৫৮তম ওভারে প্রথম সাফল্যের দেখা পেল বাংলাদেশ। সেঞ্চুরির দিকে এগিয়ে চল এনক্রুমা বোনারকে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল ইসলাম।

প্রতিবেদন লেখার সময় ক্যাবিরীয়দের সংগ্রহ ৫ উইকেটে ২৯৩ রান। কাইল মেয়ার্স ১২৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য উইন্ডিজের দরকার ১০২ রান। আর বাংলাদেশের দরকার ৫ উইকেট।

এর আগে ৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছিল। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। ফলে প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

ভয়েস টিভি / আইএ

You may also like