দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২ কর্মকর্তার উচ্চতর গ্রেড কার্যকর করা হয়েছে। উপপরিচালক পদমর্যাদার এসব কর্মকর্তাদের বেতন-ভাতা আগে ৬ষ্ঠ গ্রেডে ছিল। উচ্চতরও গ্রেড (৬ষ্ঠ) কার্যকরের সিদ্ধান্তের পর থেকে তারা ৫ম গ্রেডে বেতন ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। গত ২১ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ের (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, যেসব কর্মকর্তা পদোন্নতি ব্যতিরেকে একই পদে সন্তোষজনকভাবে ১০ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়ায় কমিশন উচ্চতর গ্রেড মঞ্জুরি প্রদান করেছে।
যে ২২ উপপরিচালক উচ্চতর গ্রেড (৫ম) পেয়েছে তারা হলেন, কে এম মিছবাহ উদ্দিন, এস এম সাহিদুর রহমান, মো. লুৎফুর রহমান, মির্জা জাহিদুল আলম, ঋত্বিক সাহা, মোশাররফ হোসেইন মৃধা, মো. জাহিদ হোসেন, মো. রফিকুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম, মো. মোনায়েম হোসেন, ময়ল কুমার সাহা, তালেবুর রহমান, মো. আব্দুল মাজেদ, মো. জাহাঙ্গীর হোসেন, মোহা. আবুল হোসেন, এস এম এম আকতার হামিদ ভূঞা, মো. মোজাহার আলী সরদার, মো. জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন আহমেদ, শাহীন আরা মমতাজ, মো. আনোয়ারুল হক, সেলিনা আখতার।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে পদ খালি থাকা সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে শিগগিরই পরিচালক পদে পদোন্নতি ও পদায়ন করা হবে বলে কমিশনের একাধিক সূত্র জানিয়ছে।
ভয়েস টিভি/এসএফ