চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের খাস জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলরা রহমান।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের ১ একর খাস জমি দখল করে মার্কেট ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রায় অর্ধশত দোকান নির্মিতও হয়েছে।
৬ জানুয়ারি বুধবার দুপুরে দামুড়হুদা ইউএনও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবাইকে সরকারি জমি থেকে তাদের নির্মিত ঘর সরিয়ে নেয়ার জন্যে দুদিন সময় বেঁধে দেয়।
এই সময়ের মধ্যে ঘর সরিয়ে না নেয়ায় বুধবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন দোকানগুলো উচ্ছেদ শুরু করে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, দখলদাররা যত বড়ই শক্তিশালি হোক না কেন তাদের ছাড় দেয়ার কোন সুযোগ নেয়। তাই সরকারি জমিতে অবৈধ দলখদারকে উচ্ছেদ শুরু করা হয়েছে। এ কার্যক্রম আরও একদিন চলতে পারে।
আরও পড়ুন : ভোলায় চর দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
ভয়েস টিভি/এমএইচ