Home সারাদেশ খুলে দেয়া হলো উত্তরা গণভবন

খুলে দেয়া হলো উত্তরা গণভবন

by Newsroom
গণভবন

দর্শনার্থীদের জন্যে খুলে দেয়া হয়েছে নাটোরের উত্তরা গণভন। ২৩ নভেম্বর সোমবার  থেকে বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ গণভবন উন্মুক্ত করে দেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বিসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে করোনাভাইরাসের কারণে গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্যে প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এখন থেকে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই দর্শনার্থীরা গণভবন পরিদর্শন করতে পারবেন।

আরও পড়ুন : আজও জাতীয়করণ হয়নি ঐতিহ্যবাহী স্বর্ণময়ী কলেজ 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্যে খুলে দেয়া হয়েছে। তবে তাদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like