Home সারাদেশ উত্তরের হিমেল হাওয়া-কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

উত্তরের হিমেল হাওয়া-কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

by Amir Shohel

উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত।

তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের থেকে না পারায় কাজে যেতে পারছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজনকে রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

শীতের হাত থেকে হাত থেকে বাঁচার জন্যে নিম্ন আয়ের মানুষজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

৯ ডিসেম্বর বুধবার ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করছে।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রের্কড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

ভয়েসটিভি/এএস

You may also like