Home খেলার খবর নিরুত্তাপ বাফুফে নির্বাচনে উত্তাপ ছড়ালেন মানিক

নিরুত্তাপ বাফুফে নির্বাচনে উত্তাপ ছড়ালেন মানিক

by Newsroom
উত্তাপ ছড়ালেন

নিরুত্তাপ বাফুফে নির্বাচনে উত্তাপ ছড়ালেন মানিক সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে হঠাৎ সভাপতি পদে মনোনয়নপত্র নিয়ে এই উত্তাপ ছড়ালেন তিনি।

যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাউদ্দিন আবারও বাফুফের সভাপতি নির্বাচিত হচ্ছেন এমন সম্ভবনাই ছিলো। তাই তেমন কোন উত্তাপ ছিলোনা বাফুফে নির্বাচন ঘিরে।

কিন্তু হঠাৎ আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিনের শেষ সময়ে এসে সভাপতি পদে মনোনয়নপত্র নিয়ে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শফিকুল ইসলাম মানিক।

নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন আলোচনাতেই ছিলেন না মানিক। তিনি কোনো প্যানেল নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন সেটিও স্পষ্ট নয়। হঠাৎই শেষ দিনের শেষ সময়ে এসে সভাপতি পদে মনোনয়নপত্র কেনায় সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন।

বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনের। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন করা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল বিনা বাধায় নির্বাচিত হওয়ার পথে কাজী সালাউদ্দিন।

কিন্তু সে নিরুত্তাপ বাফুফে নির্বাচনে হঠাৎ করে শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করায় উত্তাপ বেড়ে গেছে। শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে নিশ্চিত বাফুফে নির্বাচন জমে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই।

ভয়েস টিভি/টিআর

You may also like