Home সারাদেশ চারদিনেও উদ্ধার হয়নি সোনাগাজীর অপহৃত স্কুলছাত্রী 

চারদিনেও উদ্ধার হয়নি সোনাগাজীর অপহৃত স্কুলছাত্রী 

by Newsroom
উদ্ধার

ফেনীর সোনাগাজীতে ইসরাত জাহান নাঈমা (১২) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের চারদিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপহরণকারীরা কুমিল্লা জেলার বাখরাবাদ গ্যাস ফিল্ডের পাশে ছাপাপুর গ্রামে অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।

অপহৃত নাঈমা উপজেলার চরদরবেশ ইউনিয়নের বাঘিশপুর গ্রামের আবুল হোসেনের কন্যা। সে স্থানীয় চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়,  স্কুলে যাওয়া আসার সময় দীঘির পাড়ের বাসিন্দা মৃত আবদুস শহীদের ছেলে ও নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরেরজামান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

প্রেমের প্রস্তবে রাজি না হওয়ায় গত ২০ ডিসেম্বর রোববার সকালে স্কুলে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে নূরেরজামানের নেতৃত্বে ৪-৫জন অপহরণ করে। সেখান থেকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা আবুল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। অপহরণের চার দিনেও স্কুল ছাত্রী নাঈমা উদ্ধার হয়নি। এতে তার পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

সোনাগাজী মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হুসেইন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিতসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : নিখোঁজের চারদিন পর তিস্তায় ভাসলো জেলের মরদেহ

ভয়েস টিভি/এমএইচ

You may also like