পঞ্চগড়ের বোদা থেকে আহতাবস্থায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি ‘রেড কোরাল কুকরি’ সাপটির নিবিড় পরিচর্চা চলছে। আগের চেয়ে কিছুটা সুস্থ হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন রাজশাহী ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রমন।
বাংলাদেশে এই প্রজাতির পাওয়া একমাত্র সাপটির তিনি নাম দিয়েছেন ‘কমলাবতী’। ১৬ ফেব্রুয়ারি বুধবার ভয়েস টিভিকে তিনি এ কথা জানান।
গত ৮ ফেব্রুয়ারি সোমবার সকালে বোদার এক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবন থেকে এটি উদ্ধার করেন ভেনম রিসার্চ সেন্টারের সহকারী রেস্কিউয়ার মো. শাহিদি ইসলাম। আহতাবস্থায় সাপটি উদ্ধারের পর চিকিৎসার জন্যে নিয়ে আসা হয় রাজশাহী ভেনম রিসার্চ সেন্টারে। এরপর থেকেই নিবিড়ভাবে পরিচর্চা ও চিকিৎসা করে আসছেন প্রশিক্ষক ও সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রমন।
ভয়েস টিভিকে তিনি বলেন, কমলাবতী মারাত্মকভাবে আহত ছিলো। উদ্ধারের সময় সে খুবই খারাপ অবস্থায় ছিলো। আগের চেয়ে এখন একটু ভালোভাবেই নড়াচড়া করতে পারছে। তবে এখনো পরিপূর্ণ আশঙ্কামুক্ত নয়। ওর সুস্থ্যতার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।
সেন্টারের সহকারী রেস্কিউয়ার মো. শাহিদি ইসলামকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি অনেক যত্ন সহকারে কমলাবতীকে উদ্ধার করেছে। এজন্যে হয়তো এখনো জীবিত। সবাই দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে ওঠে কমলাবতী।
বোদা উপজেলার এক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবনে এক্সক্যাভাটর যন্ত্র দিয়ে মাটি কাটার সময় হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে আসে। ভেতরে আরও সাপ থাকতে পারে এমন আশঙ্কা থেকে তারা দ্রুত সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সাপ উদ্ধারকারী মো. শাহিদি ইসলামকে খবর দেন। তিনি এসে মোট আটটি সাপ উদ্ধার করেন। যার একটি ছিল রেড কোরাল কুকরি সাপ। পেটের কাছে এক্সক্যাভাটরের আঘাত লেগে সাপটির নাড়ীভুঁড়ি বেরিয়ে গিয়েছিল।
বাংলাদেশে প্রথমবারের মত সাপের এই প্রজাতিটি দেখা গেছে এবং পৃথিবীতে সাপটি মাত্র ২০-২২ বারের মত দেখা গেছে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। সাপের প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরিনসিস (Oligodon Kheriensis)। সাধারণত এটি খুব বেশি লম্বা হয় না, মাঝারি আকৃতির হয়ে থাকে। পঞ্চগড়ের আশেপাশের এলাকায় এ জাতের আরও সাপ থাকতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন : পঞ্চগড় থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার
ভয়েস টিভি/এমএইচ