Home পশ্চিমবঙ্গ বাংলাদেশে পাচারের আগে ৩৫ কোটি টাকার অষ্টধাতুর মূর্তি উদ্ধার

বাংলাদেশে পাচারের আগে ৩৫ কোটি টাকার অষ্টধাতুর মূর্তি উদ্ধার

by Shohag Ferdaus

বাংলাদেশে পাচারের আগে ভারতের কেন্দ্রীয় শুল্ক কর্মকর্তাদের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কোটি টাকার প্রত্নতত্ত্ব সামগ্রী। উদ্ধার হওয়া প্রত্নসামগ্রীর মধ্যে অধিকাংশই বিভিন্ন দেবদেবীর মূর্তি। শুল্ক কর্মকর্তাদের দাবি, তারা প্রত্নতত্ত্ববিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তিগুলি নবম থেকে ষোড়শ শতকের।

কেন্দ্রীয় শুল্ক দফতর, কাস্টমসের প্রিভেনটিভ শাখার কমিশনার রাজেশ জিন্দাল বুধবার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের একটি দল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানা এলাকায় একটি মিনি ট্রাক আটক করে। শুল্ক দফতরের কর্মকর্তাদের কাছে গোপন সংবাদ ছিল, ওই মিনিট্রাকে ধানের আড়ালে পাচার হচ্ছে ওই মূর্তিগুলি। শুল্ককর্তাদের দাবি, কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

এক শুল্ককর্তা দাবি করেন, গাড়ি আটকের পর এক ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে শুল্ককর্তাদের কাজে বাধা দেন। সেই সময়ে এলাকার কিছু বাসিন্দা এসে শুল্ককর্তাদের ঘিরে ফেলে। এর মধ্যে পালিয়ে যায় মিনি ট্রাকের চালক। পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি শুল্ক দফতরের কর্মীদের জোর করে কুশমন্ডি থানায় নিয়ে যান। পরিচয়পত্র দেখানোর পরেও ছাড়তে চায়নি পুলিশ। এর পরে আটক শুল্ক দফতরের কর্মীরা তাঁদের ঊর্ধ্বতনদের জানালে তাঁদের হস্তক্ষেপে ছাড়া পান শুল্ক দফতরের কর্মীরা।

শুল্ক দফতরের কর্মীরা এর পর ওই আটক মিনি ট্রাক থেকে ২৫টি মূর্তি উদ্ধার করেন। এর মধ্যে রয়েছে পাথরের পার্বতী থেকে সূর্য, মনসা মূর্তি। রয়েছে ব্রোঞ্জ এবং অষ্টধাতুর তৈরি মূর্তি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিশেষজ্ঞরা ওই মূর্তিগুলো নবম শতক থেকে ষোড়শ শতকের বলে জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like