Home সারাদেশ সৈয়দপুরে কফি চাষ উদ্বোধন

সৈয়দপুরে কফি চাষ উদ্বোধন

by Newsroom

নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকায় কফি চাষের উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক মো. আসাদুল্লাহ কফি বাগান উদ্বোধন করেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনিরুজ্জামান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সুত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কফি বাগান সৃজনের লক্ষ্যে কামারপুকুর ব্লকের ওয়াসিক আহমেদ খান ও আয়াশ ওয়ারিশ খানের পাঁচ একর জমিতে কফি চাষের উদ্যোগ গ্রহণ করা হয়।

আরও পড়ুন: অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি, আসছে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

কৃষি সম্প্রসারণ বিভাগের কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা ওই জমির মালিককে কফি চাষে উদ্ধুদ্ধ করেন।
জেলায় একশটি কফি বাগান করা হবে বলে জানায় কৃষি বিভাগ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like