Home বিশ্ব গ্রিস উপকূলে নৌকাডুবি, সবাইকে জীবিত উদ্ধার

গ্রিস উপকূলে নৌকাডুবি, সবাইকে জীবিত উদ্ধার

by Shohag Ferdaus
উপকূলে

গ্রিসের এজিয়ান সাগরের উপকূলে ৮০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে হেলকিপ্টারের পাশাপাশি ডুবুরি দলের দীর্ঘক্ষণের চেষ্টায় সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অভিবাসন প্রত্যাশীরা ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। একপর্যায়ে ছোট নৌকাটি হালকি দ্বীপে ডুবে যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই দুটি সামরিক হেলিকপ্টার একটি সামরিক জাহাজ এবং পাঁচটি কোস্ট গার্ডের নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আবহাওয়া অনুকূলে থাকায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

গ্রিসের এ পথে প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে আফ্রিকা, সিরিয়া, লিবিয়াসহ বেশ কয়েকটি দেশের মানুষ উন্নত জীবনের আশায় এ অবৈধ পথকে বেছে নেয়। আর বেশির ভাগ সময় উত্তাল সাগরে নৌকাডুবে বহু অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like