Home সারাদেশ ময়মনসিংহে উপজাতি নারীকে নির্যাতন

ময়মনসিংহে উপজাতি নারীকে নির্যাতন

by Newsroom

ময়মনসিংহের ধোবাউড়ায় এক উপজাতি নারীকে চুল কেটে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ভুক্তবোগী নারী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী লিনা মানখিন (৪৫) উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, ২২ অক্টোবর বৃহস্পতিবার জমি সংক্রান্ত জেরে বাথরুম স্থাপনকে কেন্দ্র করে প্রতিবেশী নিরঞ্জন আজীম (৫০) ও লিনা মানখিনের (৪৫) কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন আজীম, নবাব চিরান, টুনটুন চিরানসহ অন্তত ১৫ জন তাকে ধাওয়া দিলে তিনি দৌঁড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা তাকে মারধর করে এবং চুল কেটে দেয়। এছাড়া ঘরে থাকা মালামাল ভাঙচুর ও লুটপাট করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করে।

আরও পড়ুন: ‘মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই’

এ বিষয়ে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আহত লিনাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলা। থানায় অভিযোগটি আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like