Home সারাদেশ কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু নিখোঁজ

কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু নিখোঁজ

by Shohag Ferdaus
কলারোয়া

রাত পোহালেই সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টুকে গায়েব করে দেয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। কিন্তু ডিবি পুলিশ বলছে, আমরা কিছুই জানি না এবং অভিযোগও ভিত্তিহীন।

কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টুর ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান জানান, ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে কে বা কারা ভাইকে তুলে নিয়ে গেছে। জেনেছি ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। ২৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘটনাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জানানো হয়েছে।

তিনি বলেন, বাড়িতে বাবা-মা অসুস্থ। বাড়িতে কান্নাকাটি করছে সবাই। ভাইয়ের কোন হদিস মিলছে না।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। তিনি বলেছেন, আমরাও সন্ধান করছি। পাওয়া মাত্রই জানানো হবে।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দন জানান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু মাঠে থাকলে আওয়ামী লীগ ভোট কাটা বা কারচুপি করতে পারবে না বিধায় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। জোরপূর্বক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ আমরা দেখছি না।

এদিকে, সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন চৌধুরী বলেন, আমরা কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আটক করিনি। যারা অভিযোগ করছেন ডিবি পুলিশ তুলে নিয়েছে এমন অভিযোগের সত্যতা নেই।

শনিবার সকাল ৮টা থেকে কলারোয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মনিরুজ্জামান বুলবুল, বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে শরিফুজ্জামান তুহিন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নারগিস সুলতানা। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান মজনু।

ভয়েস টিভি/এসএফ

You may also like