Home সারাদেশ সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

by Newsroom

করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি। ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

বর্তমানে তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন বলে ভয়েস টেলিভিশনকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সচিব আবু তৈয়ব।

তিনি বলেন, ৯ নভেম্বর সোমবার রাত থেকেই এমএ মোতালেব জ্বরে ভুগছিলেন। পরে মঙ্গলবার দুপুরে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই সময় প্রথমবার করোনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। পরে আবার বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার করোনা পরীক্ষা করালে ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

আবু তৈয়ব আরও বলেন, এমএ মোতালেবের স্ত্রীও করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like