Home রাজনীতি উপনির্বাচনে জামানত হারালেন বিএনপি-জাপার প্রার্থী

উপনির্বাচনে জামানত হারালেন বিএনপি-জাপার প্রার্থী

by Amir Shohel

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থী জামানত হারিয়েছেন।

২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত এক বার্তায় বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।

আব্দুল লতিফ শেখ জানান, পাবনা-৪ আসনের উপনির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। ১২৯ টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৮ হাজার ৬১৩। আর বাতিল ভোটের সংখ্যা ২০৭১।

তিনি বলেন, মোট ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির প্রার্থী মো. রেজাউল করিম।

ভয়েসটিভি/এএস

You may also like