Home সারাদেশ উপনির্বাচন: চার স্তরের নিরাপত্তা

উপনির্বাচন: চার স্তরের নিরাপত্তা

by Shohag Ferdaus
উপনির্বাচন

আগামীকাল শনিবার ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাবনা-৪ আসনের উপনির্বাচন। এ উপলক্ষে শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। দুপুর ২টার পর থেকে নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেয়া হয় ভোট গ্রহণের উপকরণ।

পরে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় ভোট কেন্দ্রে পৌঁছায় নির্বাচনী উপকরণ। আজ পাঠানো উপকরণের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ। তবে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হবে শনিবার সকালে।

আরও পড়ুন:  উপনির্বাচন: আ. লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর-গুলি

এদিকে নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্বে থাকবে এগারোশ’ পুলিশ সদস্য, ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন। এছাড়াও থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম। ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like