Home সারাদেশ করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

by Amir Shohel

ময়মনসিংহে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৬ সেপ্টেম্বর রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ সদরের বাসিন্দা আব্দুর রহমান গত ১ সেপ্টেম্বর থেকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

রবিবার দিবাগত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভয়েসটিভি/এএস

You may also like