Home সারাদেশ দুই জেলায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৬১৫ গৃহহীন

দুই জেলায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১৬১৫ গৃহহীন

by Newsroom

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে নীলফামারী ও লালমনরিহাট জেলায় পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৬১৫ গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়া হবে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ঠ জেলা প্রশাসকগণ পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ কথা জানান।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, এক লাখ ৭১ হাজার টাকা করে ব্যয়ে প্রত্যেক সুবিধাভোগীর জন্যে ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি শনিবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জেলার ১১ হাজার ২৮৫ জনের ডাটাবেইজ তৈরি করা হয়েছে। এদের মধ্য থেকে ৬৩৭ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়া হচ্ছে। একই দিন ডোমারে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪০টি এবং জলঢাকায় ৫০টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, রেভিনিউ ডেপুটি কালেক্টর বেলায়েত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া পৃথক সংবাদ সম্মেরনে লালমনরিহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, বাংলাদশেে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে করতে আশ্রয়ণ প্রকল্প -২ গ্রহন করা হয়। এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা ঘর পাচ্ছে ৯৭৮টি ভূমিহীন পরিবার।

কিছু স্থানে সামান্য কাজ বাকী আছে। তবে খুব দ্রুতই শেষ হয়ে যাবে।  শনিবার ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন ঘরের পাশাপাশি পরিবারগুলোকে দুই শতাংশ হারে জমিও দেয়া হবে। পর্যায়েক্রমে আরও ভুমহিীন পরিবারকে পুর্নবাসন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সুবিধাভোগীর তালিকায় প্রভাবশালীর নাম পাওয়া গেলে তদন্তের মাধ্যমে নাম পরর্বিতন করে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেয়া হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like