Home সারাদেশ প্রধানমন্ত্রীর উপহার পেলেন টেকনাফের কিশোর মামুন

প্রধানমন্ত্রীর উপহার পেলেন টেকনাফের কিশোর মামুন

by Newsroom
উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইলে বার্তা পাঠিয়ে জমিসহ ঘর উপহার পেয়েছে কক্সবাজার জেলার টেকনাফের কিশোর মোহাম্মদ মামুন। সে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার দিন মজুর রমজান আলীর ছেলে।

৭ ডিসেম্বর সোমবার তাকে জমি বন্দোবস্ত করে প্রধানমন্ত্রীর পক্ষে ঘর দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এ সময় পরিবারের অসহায়ত্ব দূর করতে একটি অটোরিকশা উপহার দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলি প্রমুখ।

ঘর পেয়ে কিশোর মামুন বলেন, অষ্টম শ্রেণি পাস করার পর টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায়। তবে লেখাপড়া করতে না পরলেও ডিজিটালের বদৌলতে মোবাইল-ফেসবুকের অনেক কিছুই জানা আছে। তার সুত্রে ধরেই ঘরবাড়ি চেয়ে খুর্দে বাতায় প্রধানমন্ত্রীর কাছে শরণাপন্ন হই।

তাতে সাড়া দিয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজ-খবর নেয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক। অবিশ্বাস্যও হলে সত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন পূরণ করলেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, একটি খুদে বার্তাও প্রধানমন্ত্রী দৃষ্টি এড়িয়ে যায়নি। যার উৎকৃষ্ট প্রমাণ সীমান্তে টেকনাফের মামুন। যার একটি বার্তায় তার জীবন পাল্টে দেয়। এতে প্রমাণিত হয় দেশের প্রধানন্ত্রীর তৃণমূলের খোঁজ খবর রাখেন। যতদূর সম্ভব মানুষের দুঃখ লাগব করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ধর্ষণচেষ্টায় অটোচালক জেলহাজতে

ভয়েস টিভি/এমএইচ

You may also like