Home পশ্চিমবঙ্গ অবসরের ২ দিন আগে বিশ্বভারতীর সাবেক উপাচার্য বরখাস্ত

অবসরের ২ দিন আগে বিশ্বভারতীর সাবেক উপাচার্য বরখাস্ত

by Shohag Ferdaus
উপাচার্য

অবসরের ঠিক দুই দিন আগে বরখাস্ত হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সবুজকলি সেন। ২৮ আগস্ট শুক্রবার রাতে দর্শন বিভাগের এই অধ্যাপককে উপাচার্য পদ থেকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার সুমিত রায় এবং প্রাক্তন কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়কে।

উপাচার্যসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ হলো- ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি কর্মসমিতির একটি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বিকৃত করে তাঁরা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। বিশ্বভারতীর অভিযোগ, এই তথ্য-বিকৃতির ওপরে নির্ভর করেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিজের সময়কাল বাড়িয়ে নিয়েছিলেন সবুজকলি সেন। বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দায়িত্বভার গ্রহণের পরে এই অভিযোগের তদন্ত করতে কমিটি গঠন করেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই ২০১৯ সালের ২৯ নভেম্বর শোকজ করা হয় এই তিন জনকে। যদিও প্রয়োজনীয় প্রমাণের অভাবে শোকজের জবাব দিতে পারেননি বলেই জানিয়েছেন ওই তিন জন।

এরপর ১২ জুন কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে তিন জনকে বরখাস্ত করা হয়। ২৫ অগস্ট প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এক সদস্যের তদন্ত কমিটিও তিন জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান। তখনই বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দ্রুত কর্মসমিতির বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সে হিসেবে ২৮ আগস্ট শুক্রবার রাতে জরুরি ভিত্তিতে কর্মসমিতির বৈঠক ডেকে তিন জনকে বরখাস্ত করল বিশ্বভারতী।

কর্মসমিতির এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলেই মনে করেন সবুজকলি সেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মাত্র এক দিনের নোটিশে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী। আইনানুযায়ী আমরা এই সিদ্ধান্ত মোকাবেলা করব।’

ভয়েস টিভি/এসএফ

You may also like