Home ধর্ম উভয় জগতের শান্তির দোয়া

উভয় জগতের শান্তির দোয়া

by Amir Shohel

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা দান করুন।

উপকার : আনাস ইবনে মালিক (রা.) বলেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, কোন দোয়া সবচেয়ে ভালো? তিনি এই দোয়া শিক্ষা দেন। (তিরমিজি, হাদিস : ৩৫১২)

You may also like