Home সারাদেশ ‘উভয় দেশের মতামতের ভিত্তিতে ভিসা চালু করা হবে’

‘উভয় দেশের মতামতের ভিত্তিতে ভিসা চালু করা হবে’

by Newsroom

ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেছেন, করোনাকালে বন্ধ থাকা ভারত-বাংলাদেশ ভিসা চালুকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। উভয় দেশের মতামতের ভিত্তিতে চালু করা হবে।

২ ডিসেম্বর বুধবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন বন্দরের চেকপোষ্টের সমস্যাগুলো সরেজমিনে দেখছি। বুড়িমারীতে ইমিগ্রেশন চেকপোষ্টগুলো অনেক দুরে দুরে। দুই দেশের যাত্রীরা যাতে হয়রানী না হয় সেজন্যে দুই দেশের মাঝে একটি আইসিপি চালু করা হয়েছে।

রেলপথ চালুর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়াও এ বন্দরে একটি ইয়ার্ড চালু করা যায় কিনা সেটিরও আলোচনা করা হবে।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানী রফতানীকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার, বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ মোজাম্মেল হক, ভারতীয় কাস্টম সুপারিনটেনডেন্ট কপিল বাইন, বুড়িমারী স্থল বন্দর সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা প্রমুখ।

আরও পড়ুন : ভারতে ভ্রমণে ভিসা ও নিষেধাজ্ঞা শিথিল

ভয়েস টিভি/এমএইচ

You may also like