Home খেলার খবর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

by Shohag Ferdaus
উসাইন

বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার এবং অলিম্পিকের আটবারের সোনাজয়ী উসাইন বোল্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্যামাইকায় নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন এই কিংবদন্তি অ্যাথলেট।

২৪ আগস্ট সোমবার জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় বোল্টের কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

গত শনিবার বিশ্ব রেকর্ডধারী এই অ্যাথলেট জানান, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। আর এই সময়টায় কোয়ারেন্টিনে আছেন এবং বিষয়টাকে সহজভাবেই নিয়েছেন।

এর আগের দিন সামাজিক দূরত্ব মানার নিয়ম উপেক্ষা করে জমকালোভাবে ৩৪তম জন্মদিনের উৎসব করেন তিনি।

২০১৭ সালে অ্যাথলেটিক্সকে বিদায় বলে দেয়া বোল্ট ওই উৎসবের পর কন্যা অলিম্পিয়ার সঙ্গে তোলা ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘সর্বকালের সেরা জন্মদিন।’

একমাত্র স্প্রিন্টার হিসেবে তিনটি অলিম্পিকে (২০০৮, ২০১২ ও ২০১৬) টানা ১০০ ও ২০০ মিটারের সোনা জেতা বোল্ট জানিয়েছিলেন, তার মধ্যে কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই।

ভয়েস টিভি/এসএফ

You may also like