Home সারাদেশ পাটের উৎপাদন বৃদ্ধির নির্দেশ ফরিদপুর ডিসির

পাটের উৎপাদন বৃদ্ধির নির্দেশ ফরিদপুর ডিসির

by Newsroom
উৎপাদন বৃদ্ধির

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের কৃষকদের নিকট পাটের উন্নত বীজ ও পাট চাষ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরির নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘সোনালী আশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর’ স্লোগানে আঞ্চলিক পর্যায়ে স্টোক হোল্ডারদের নিয়ে এক সেমিনারে পাট অধিদফতর ও কৃষি অধিদফতরকে এ নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে তিনি উপজেলা পর্যায়ে মাসিক উন্নয়ন সভায় এ বিষয়টি তুলে ধরার জন্যে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পাট ফরিদপুর তথা বাংলাদেশের নিজস্ব সম্পদ। সোনালী আঁশ এই অঞ্চলের সুখ্যাতি বয়ে এনেছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় সোনালী আশের খ্যাতি বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে যায়। মাননীয় প্রধানমন্ত্রী পাটকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন। এজন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।

তিনি বলেন, সমবায়ের বার্তা কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার জন্যে কৃষক পর্যায়ে সেমিনার করতে হবে। কৃষকরা পাটবীজ বেসরকারিভাবে ক্রয় করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এজন্যে সরকারিভাবে বীজ ক্রয়ের জন্যে তাদের উদ্বুদ্ধ করতে হবে। প্লাস্টিক পণ্য বাদ দিয়ে আমাদের পাটের দিকে ঝুঁকে পড়তে হবে। এর ব্যবহার সঠিকভাবে নিশ্চিত করতে পারলে পাটের বিপ্লব ঘটানো সম্ভব হবে।

পাট অধিদফতরের সহকারী পরিচালক কৃষিবিদ মরিয়ম বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, করিম গ্রুপের সত্বাধিকারী মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।

আরও পড়ুন : ১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

ভয়েস টিভি/এমএইচ

You may also like