Home সারাদেশ বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

by Shohag Ferdaus
মাছ ধরা

প্রতিবছরের মতো এবারও ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের শুক নদীর ওপর অবস্থিত বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব।

১৭ অক্টোবর শনিবার সকালে বাঁধের গেট খুলে দেয়ায় এ মাছ ধরার উৎসব শুরু হয়। উৎসবে যোগ দিয়েছেন আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।

বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ মাছ ধরায় ব্যস্ত। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরাও মাছ ধরার উৎসবে যোগ দিয়েছেন। এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও জাল হাতে নেমেছেন। কারো হাতে পলো,কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। কাদার মধ্যে হাতড়িয়ে তারাও মাছ খুঁজছে। আর নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছে মাছ ধরা দেখতে। অনেকে মাছ না ধরলেও বন্ধু-বান্ধব ও স্বজনদের উৎসাহ দিচ্ছেন।

যানা যায়, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর ওপর একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়। জলকপাট দিয়ে আটকে রাখা পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্থানটি। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব।

ঠাকুরগাঁও আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও মানুষের ঢল নেমেছে। এখানে কেউ মাছ ধরতে আসেন। কেউ আসেন মাছ ধরা দেখতে। আবার অনেকে আসেন কম দামে মাছ কিনতে। যাই হোক এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে।

ভয়েস টিভি/এসএফ

You may also like