Home খেলার খবর বিধ্বস্ত ভারত, উড়ন্ত জয় নিউজিল্যান্ডের

বিধ্বস্ত ভারত, উড়ন্ত জয় নিউজিল্যান্ডের

by Imtiaz Ahmed

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলি অ্যান্ড কোং।

জবাব দিতে নেমে ড্যারিল মিচেলের ঝড়ের মুখে বড় পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ভারত। ৩৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন কিউই বোলাররা। তৃতীয় ওভারে পঞ্চম বলে দলীয় ১১ রানে ইশান কিশানকে ফেরত পাঠান বোল্ট। ইশানের বিদায়ের পর উইকেটে থিতু হওয়ার আগেই দলীয় ৩৫ রানে লোকেশ রাহুলকে ফেরত পাঠান টিম সাউদি। পাঁচ রান পর রোহিত শর্মাকে গাপটিলের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার সোধি। রোহিতের বিদায়ের ৮ রান পর অধিনায়ক বিরাট কোহলিকে বোল্টের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান স্পিনার সোধি।

পঞ্চম উইকেটে ঋষভ পন্থ-হার্দিক পান্ডিয়াকে নিয়ে ২২ রানের জুটি গড়েন। দলীয় ৭০ রানে ঋষভ পান্তকে বোল্ড করেন মিলনে। ষষ্ঠ উইকেটে পান্ডিয়াকে নিয়ে রবীন্দ্র জাদেজা ২৪ রানের জুটি গড়লে দলীয় ৯৪ রানে হার্দিককে গাপটিলের ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। হার্দিকের বিদায়ের চার রান পর ফেরত যান শার্দুল ঠাকুর। এবারও বোলার বোল্ট। ম্যাচে এটি ছিল বোল্টের তৃতীয় উইকেট। শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২ চার ও এক ছয়ে ২৬ রান করে অপরাজিত থাকেন। যা ভারতের ইনিংসের সর্বোচ্চ রান।

কিউইদের হয়ে বোল্ট ৩টি, সোধি ২টি এবং সাউদি ও মিলনে প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

ভারতের বিপক্ষে এ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনো অপরাজিত রইল কিউইরা। এর আগে দুইবার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দুইবারই জিতেছে ব্ল্যাকক্যাপসরা।

You may also like