Home বিশ্ব উড়োজাহাজ ভাড়া করে মধ্যাকাশে বিয়ে!

উড়োজাহাজ ভাড়া করে মধ্যাকাশে বিয়ে!

by Amir Shohel

বৈশ্বিক মহামারি করোনার মধ্যে জনসমাগমের উপর আরোপিত বিধিনিষেধ এড়াতে রীতিমত উড়োজাহাজ ভাড়া করে ১৬০ জনের বেশি অতিথি নিয়ে মধ্যাকাশে বিয়ে করেছেন ভারতের তামিল নাড়ুর এক জুটি।

এমন দিনে এ বিয়ের আয়োজন করা হয়েছে যেদিন ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত মৃতের সংখ্যা আরো অনেক বেশি।

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ভাইরাসের বিস্তার রোধে জনসমাগমের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে প্রশাসনের কর্মকর্তাদের জনসমাগমের বিরুদ্ধে আরোপ করা বিধি লঙ্ঘন করে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিতেও দেখা গেছে।

ভারতে জনসমাগমের উপর আরোপিত সর্বশেষ বিধি অনুযায়ী, বিয়েতে ৫০ জনের বেশি অতিথি থাকতে পারবেন না।

বিবিসি জানায়, স্পাইসজেট এর একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ মাদুরাই থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত দুই ঘণ্টার জন্য ভাড়া করে বিয়ের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিয়ের ভিডিওতে ভাড়া করা উড়োজাহাজের ভেতর বর-কনে এবং অতিথিদের গাদাগাদি করে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে দেখা যায়।

যা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে। ভারতের বিমান পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, স্পাইসজেট এর সেসব কর্মী ওই ফ্লাইটে ছিলেন তাদের ছুটিতে রাখা হয়েছে।

ওদিকে, স্পাইসজেট কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিয়ের পর অতিথিদের মাদুরাই থেকে ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্য একজন ট্রাভেল এজেন্ট তাদের ওই উড়োজাহাজটি ভাড়া করেন।

তিনি বলেন, আমরা আমাদের মক্কেলকে পরিষ্কার ভাবে বলেছিলাম যে, তাদের কোভিড স্বাস্থ্যবিধির পুরোটা মেনে চলতে হবে। উড়োজাহাজের ভেতর কোনও ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতিও আমরা দেইনি।

গত মার্চ থেকে ভারতে করোনাভাইরাস সংক্রমণের গতি আবার ঊর্ধ্বমুখী হয়। এপ্রিল ও মে মাসে অবস্থা এতটাই নাজুক হয়েছে পড়েছে যে লাখ লাখ মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন।

হাসপাতালগুলোতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের অভাবে প্রায়ই একসঙ্গে অনেক রোগী মারা যাচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে অনেক রোগী হাসপাতালের সামনেই মারা যাচ্ছেন। চিকিৎসার অভাবে বাড়িতে কত মানুষ মারা যাচ্ছেন তার তো কোনো পরিসংখ্যানই নেই।

দিন-রাত শ্মশান জ্বলছে, তারপরও বহু মৃতদেহ সৎকার করা যাচ্ছে না। কবরস্থানেও আর জায়গা হচ্ছে না। অনেকে তাই স্বজনদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন। উত্তর প্রদেশ ও বিহারে নদীতে প্রচুর লাশ ভেসে আসছে।

ভয়েসটিভি/এএস

You may also like