Home বিনোদন স্বাস্থ্যবিধি মেনে বড় পর্দায় ঊনপঞ্চাশ বাতাস

স্বাস্থ্যবিধি মেনে বড় পর্দায় ঊনপঞ্চাশ বাতাস

by Newsroom
ঊনপঞ্চাশ বাতাস

যেসব সিনেমা হল শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে, কেবল সেসব হলেই মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ঊনপঞ্চাশ বাতাস । মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ সিনেমা আগামী ২৩ অক্টোবর চট্টগ্রাম নগরীর স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় মুক্তি পাবে।

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এই মুহূর্তে চট্টগ্রামে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল না সিনেমা সংশ্লিষ্টদের। কিন্তু দর্শক আগ্রহের কারণে একই দিনে চ্ট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

উজ্জ্বল বলেন—সিনেমাটিকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শহর থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা নিজেদের শহরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখার আগ্রহ প্রকাশ করছেন।

আরও দেখুন- রাইস ওয়াটার ব্যবহারে উজ্জ্বল করে ত্বক

১৯ অক্টোবর সোমবার চট্টগ্রামের সিলভার স্ক্রিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর সিনেমার নায়ক ইমতিয়াজ বর্ষণ চট্টগ্রামের ছেলে। চট্টগ্রাম থেকে ওনারা বলছেন, সিনেমাটির নায়ক চট্টগ্রামের, আর আমরা প্রথম দিন থেকে সিনেমাটি দেখাতে পারবো না? আসলে তাদের আগ্রহের কারণে সিলভার স্ক্রিনের সঙ্গে এগ্রি করি। অর্থাৎ চট্টগ্রামেও একযোগে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সবার জীবনে কিছু অনুভূতি থাকে, যা ভাষা বা শব্দে প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র “ঊনপঞ্চাশ বাতাস”। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like