Home বিশ্ব ৮ মাস বয়সে ঋতুস্রাব, ৫ বছরে মা!

৮ মাস বয়সে ঋতুস্রাব, ৫ বছরে মা!

by Shohag Ferdaus
কনিষ্ঠতম মা

বিশ্বের কনিষ্ঠতম মা লিনা মেদিনা। ১৯৩৯ সালে মাত্র ৫ বছর ৭ মাস ২১ দিন বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি! এর আগে মাত্র ৮ মাস বয়েসেই তার শুরু হয় ঋতুস্রাব। পেরুর বাসিন্দা লিনা এখনও জীবিত।

তাকে নিয়ে, তার জীবনযাপন নিয়ে একাধিক তথ্যচিত্রের জন্য বড় অঙ্কের টাকার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে তা ফিরিয়ে দেয়া হয়। লা প্রেসি মেডিকেল জার্নালে তাকে নিয়ে বিস্তর প্রচ্ছদ প্রকাশিত হয়। তাতে জানা যায়, ৮ মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু শুরু হয় তার। অর্থাৎ তখন থেকেই প্রজননশীল হয়ে পড়েছিল সে।

লিনার জন্ম হয়েছিল পেরুর টিক্রাপোতে। বাবা টিবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া। লিনারা ৯ ভাইবোন। তবে অন্যদের তুলনায় লিনা যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল। বিশেষ করে ওই বয়সে তার স্তনের বৃদ্ধি সকলের চোখে পড়ছিল।

কনিষ্ঠতম মা

লিনা যখন ৫ বছরের আরও একটি বিষয় নিয়ে সকলেই উদ্বিগ্ন ছিলেন। তার পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। মা-বাবা, আত্মীয়-পরিজন থেকে চিকিৎসক সকলেই প্রাথমিকভাবে ভেবেছিলেন পেটে টিউমার হয়েছে। পিসকো হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন টিউমারের জন্য নয়, লিনার গর্ভে বড় হচ্ছে তার সন্তান!

লিনা তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা! আর লিনার বয়স তখন ৫ বছর ৭ মাস ২১ দিন। অর্থাৎ ৫ বছর পূর্ণ হওয়ার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল! চিকিৎসা বিজ্ঞানে এর আগে এমন উদাহরণ ছিল না।

অস্ত্রপাচার করে লিনার প্রথম সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় গেরার্ডো। যে চিকিৎসক তার অস্ত্রপাচার করেছিলেন তারই নামানুসারে। জন্মের সময় সন্তানের ওজন ছিল ২ কেজি ৭০০ গ্রাম। অর্থাৎ স্বাভাবিক ওজন নিয়ে সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল ছোট্ট লিনা।

কনিষ্ঠতম মা

এই ঘটনা সামনে আসার সঙ্গে আরও একটি বিষয় সামনে এসেছিল। লিনার ওপর হওয়া যৌন হেনস্থার বিষয়। ছোট্ট লিনার সন্তানের বাবা কে তা নিয়েও তদন্ত শুরু হয়। এই ঘটনায় তার বাবাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় ছেড়েও দেয়া হয়। সে সময় লিনাও এতটাই ছোট ছিল যে তদন্তে কোনোভাবেই পুলিশকে সাহায্য করতে পারেনি। আজও বিষয়টি রহস্যই থেকে গেছে।

চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় প্রিকসিয়াস পিউবার্টি। অর্থাৎ সময়ের অনেক আগেই প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়া। মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশেরই কিছু সমস্যার কারণে এমনটি ঘটে থাকে। যা বিরলতম ঘটনা।

আরও পড়ুন: মায়ের লাশের স্থান থেকে সন্তানের মরদেহ উদ্ধার

তার ছেলে গেরার্ডোর কাছে লিনার পরিচয় ছিল বড় দিদি। গেরার্ডো তার সঙ্গে সে ভাবেই আচরণ করতেন। সারা দিন ‘দিদি’র সঙ্গে খেলাধুলো করে, কখনও বা লড়াই করে দিন কেটে যেত। ১০ বছর বয়স হলে গেরার্ডো জানতে পারে লিনা আসলে তার মা।

১৯৭০ সালে বিয়ে করেন লিনা। দু’বছর পর তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর প্রথম সন্তান গেরার্ডো ১৯৭৯ সালে মাত্র ৪০ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান।

কনিষ্ঠতম মা

লিনার বয়স এখন ৮৭ বছর। পেরুতেই থাকেন তিনি। আজও সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন। কিন্তু প্রথম থেকেই একটি বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি। এই নিয়ে কখনও কোনো সাক্ষাৎকার দেননি লিনা।

আরও পড়ুন: প্রজাপতি থেকে আয়

ভয়েস টিভি/এসএফ

You may also like