Home শিক্ষাঙ্গন এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা

এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা

by Amir Shohel
এইচএসসি

এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ ও শঙ্কা কাটল। চলতি বছর সরাসরি পরীক্ষা হচ্ছে না। এবার এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

৭ অক্টোবর বুধবার দুপুর ১টায় এইচএসসি পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন হবে আন্তর্জাতিক মানের।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ৬ অক্টোবর সোমবার বা ৭ অক্টোবর মঙ্গলবার পরীক্ষার তারিখ জানানো হবে। শিক্ষামন্ত্রী ওইদিন বলেন, শিক্ষার্থীদের ২৮ দিন সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like