Home শিক্ষাঙ্গন এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক

এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক

by Newsroom
এইচএসসি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষার ভবিষ্যত নির্ধারণে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। আন্ত:শিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপ-পরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া যায়, সে বিষয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা রয়েছে। তবে কওমি মাদরাসা খুলে দেয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

ভয়েস টিভি/টিআর

You may also like