Home সারাদেশ ট্রাকে থাকা বাঁশ বুকে ঢুকে এএসআই নিহত

ট্রাকে থাকা বাঁশ বুকে ঢুকে এএসআই নিহত

by Shohag Ferdaus
এএসআই

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে ট্রাকে থাকা বাঁশ বুকে ঢুকে আশাশুনি থানার এএসআই মো. শাহজামাল নিহত হয়েছেন। ট্রাকটি অবৈধভাবে পার্কিং করা ছিল বলে জানা গেছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে চাপড়া ব্রিজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।

শাহজামালকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটক ট্রাক চালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এএসআই মো. শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন। ডিউটি শেষে ভোররাতে বুধহাটা বাজার থেকে থানায় ফিরছিলেন। চাপড়া ব্রিজের উত্তরপাশে অন্ধকারের মধ্যে বাঁশ বোঝাই একটি ট্রাক দাড় করানো ছিল। ট্রাকের পেছনের অংশে বাঁশগুলোর প্রান্ত ঝুলে ছিল।

তিনি বলেন, ডিউটি শেষে মোটর সাইকেলযোগে থানায় ফেরার পথে ট্রাকের পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়। বাম হাতেও জখম হয়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ট্রাকে যদি কোনো আলোর ব্যবস্থা থাকত তবে এই দুর্ঘটনাটি ঘটত না।

ভয়েস টিভি/এসএফ

You may also like