Home অপরাধ এএসপি পরিচয়ে এএসআইয়ের সঙ্গে প্রতারণা!

এএসপি পরিচয়ে এএসআইয়ের সঙ্গে প্রতারণা!

by Shohag Ferdaus
এএসপি

পাবনার সাঁথিয়ায় এএসপি পরিচয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা সাগর হোসেনকে নওগাঁর মান্দা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ নভেম্বর শুক্রবার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের ফাঁদে নওগাঁয় ধরা পড়েন এই প্রতারক। পুলিশ রাতে তাকে সাঁথিয়া থানায় নিয়ে আসে। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার বাংড়া গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর পাবনার সাঁথিয়া থানার ডিউটি অফিসার এএসআই মুকুলের কাছে ৪টার দিকে সার্কেল এসপি পরিচয়ে এক জন ফোন করেন।

ফোনে তিনি বলেন, থানার সামনে বিকাশের দোকান আলিম ফার্মেসিতে যেতে। তিনি আলিম ফার্মেসিতে গিয়ে আব্দুল আলিম মুনুকে ফোন ধরায়ে দেন। আলিমের সঙ্গে ফোনে কথা বলানোর পরে তিনি চলে আসেন। এর কিছুক্ষণ পর ওই পরিচয়ের সূত্র ধরে আলিমের কাছে ফের ফোন আসে। তখন বলে, ডিউটি অফিসার বাইরে আছেন, তিনি টাকা দিবেন, তুমি তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দাও। এভাবে সে প্রতারণার জাল বিস্তার করে পরপর তিনটি নাম্বারে ২৯,৬৪০ টাকা হাতিয়ে নেয়। পরে এএসআই মুকুলের কাছে টাকা চাইতে গেলে বিষয়টা পরিস্কার হয়। একটি প্রতারক চক্র টাকাটা হাতিয়ে নিয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এএসপি পরিচয়দানকারী সাগর হোসেন প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য । সে বিভিন্ন সময় এভাবে প্রতারণা করে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে মান্দা থানায় একাধিক মামলা আছে।

এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

ভয়েস টিভি/এসএফ

You may also like