দিনাজপুরের পার্বতীপুরে নিজ শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার সকাল ৬টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।
স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, স্বপন পেশায় একজন ভ্যানচালক। রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় তার পুরো পরিবারঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গতকাল দিনে রাতে-রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়েছে।
ভয়েস টিভি/এসএফ