Home সারাদেশ একই রশিতে গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ, গ্রেফতার ২

একই রশিতে গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ, গ্রেফতার ২

by Amir Shohel

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে হত্যার পর আমগাছের ডালে একই রশিতে দুই লাশ ঝুলিয়ে দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ আব্দুল হাইয়ের ছেলে শেখ আহসান ওরফে হাসান ও তার ছোট ভাই শেখ আসাদ।

এরআগে ৭ ফেব্রুয়ারি রোববার সকালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয় শেখ আহসান ওরফে হাসানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিনপাড়া গ্রামের জয়নাল পাড়ের ছেলে করিম পাড়ের (৩০)।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, ৭ ফেব্রুয়ারি রোববার সকালে আমগাছের ডালে একই রশিতে দুটি লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকেই তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে মরদেহ দুটি আমগাছের ডালে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

তিনি বলেন, ফাতেমা বেগম ও করিম পাড়ের মধ্যে দীর্ঘদিন পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। রোবার রাতে ফাতেমার স্বামী আহসান ওরফে হাসান আপত্তিকর অবস্থায় তাদের দুইজনকে দেখে ফেলে। এরপর হাসান লোহার রড দিয়ে করিম পাড়ের মাথায় আঘাত করে হত্যা করে এছাড়া তার স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে তার ছোট ভাই শেখ আসাদের সহায়তায় লাশ দুটি গাছের ডালে ঝুঁলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার দেয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় নিহত করিম পাড়ের বাবা জয়নাল পাড় বাদী হয়ে একটি মামলা দিয়েছেন। মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। দ্রুত সময়ের মধ্যেই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে।

ভয়েসটিভি/এএস

You may also like