Home বিশ্ব বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত প্রায় তিন লাখ

বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত প্রায় তিন লাখ

by Shohag Ferdaus
শনাক্ত

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ। আর মৃত্যু হয়েছে আট লাখ ২৯ হাজার ৬৬৫ জনের। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৩ লাখ ৩২ হাজার ২৭৫ জন। এর মধ্যে আট লাখ ২৯ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৩০৫ জন।

২৬ আগস্ট বুধবার একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল দুই কোটি ৪০ লাখ ৫০ হাজার ৭৩১ জন। সে হিসেবে একদিনেই বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৩৬৫ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৩ হাজার ৬৫৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২২ হাজার চারজন। এর মধ্যে এক লাখ ১৭ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৭ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ৬০ হাজার ৬২৯ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার চারজন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে দেশটিতে এ ভাইরাসে কোনো মৃত্যু হয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like