Home বিশ্ব ভারতে করোনায় একদিনে প্রাণ কাড়লো ১১৫১ জনের

ভারতে করোনায় একদিনে প্রাণ কাড়লো ১১৫১ জনের

by Amir Shohel
শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত একদিনে করোনা ভাইরাস ১ হাজার ৫৯ জন প্রাণ কাড়লো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে প্রাণ হারিয়েছে ৫৯ হাজার ৪৪৯ জন।

২৬ আগস্ট বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৭ হাজার ১৫১ জন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৭৩ জন।

দেশটির সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২২ হাজার ৭৯৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৭২১ জন, কর্ণাটকে ৪ হাজার ৯৫৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ৩৩০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, চলতি মাসের ৪ তারিখ থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

ভয়েসটিভি/এএস

You may also like