Home শিক্ষাঙ্গন ২ দিন বাড়ানো হলো একাদশ শ্রেণিতে ভর্তির সময়

২ দিন বাড়ানো হলো একাদশ শ্রেণিতে ভর্তির সময়

by Newsroom
একাদশ শ্রেণিতে

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময় আরও ২ দিন বড়লো। আগে শিক্ষার্থীদের জন্য ভর্তির সময় ছিলো ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময় এখন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে। এছাড়া চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে কিছু নিয়মকানুন শিথিল করা হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনও প্রকার প্রামাণ্যপত্র জমা নেওয়ার প্রয়োজন নেই। তবে সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

অন্যদিকে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রমাণসহ সনদ দাখিল করে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

ভয়েস টিভি/টিআর

You may also like