Home সারাদেশ আটকে থাকায় পচে গেছে এক তৃতীয়াংশ পেঁয়াজ

আটকে থাকায় পচে গেছে এক তৃতীয়াংশ পেঁয়াজ

by Shohag Ferdaus
পেঁয়াজ

ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের আকস্মিক সিদ্ধান্তে সীমান্তের ওপারে পাঁচ দিন আটকে ছিল পেঁয়াজের ট্রাক। পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসায় এসব পেঁয়াজের ট্রাক ঢুকতে শুরু করেছে বাংলাদেশে। আমদানি করা এসব পেঁয়াজের এক-তৃতীয়াংশই নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা।

আর যাদের পেঁয়াজ এখনো আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন। ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে সোনামসজিদ স্থল বন্দরে আমদানি করা পেঁয়াজ খালাসের সময় এ চিত্র দেখা যায়।

আমদানিকারক খাদিজা এন্টারপ্রাইজের এক প্রতিনিধি জানান, তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।

এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like