Home খেলার খবর টেস্টে এক ইনিংসে ১০ উইকেট, এজাজ প্যাটেলের ইতিহাস

টেস্টে এক ইনিংসে ১০ উইকেট, এজাজ প্যাটেলের ইতিহাস

by Imtiaz Ahmed

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

বিশ্বের তৃতীয় বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখালেন।

এর আগে জিম লেকার ও অনিল কুম্বলে এ কৃতিত্ব অর্জন করেন।

কুম্বলের কল্যাণে সর্বশেষ ২২ বছর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এর আগে এই কীর্তি গড়েছিলেন লেকার।

মুম্বাই টেস্টে শুভমন গিলকে দিয়ে শুরুটা করেছিলেন এজাজ। আর শেষ করেন মোহাম্মদ সিরাজকে বিদায় করে। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪৭.৫ ওভার, ৩ মেডেন, ৩৬ রান, ১০ উইকেট।

অবশ্য টেস্টের এক ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটারকে আউট করার প্রথম কীর্তিটি ইংল্যান্ডের লেকারের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এমন ঘটনা ঘটিয়েছিলেন ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে। ওই ম্যাচটি ইনিংস ও ১৭০ রানের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা।

পরের কীর্তিটি গড়েন ভারতের কুম্বলে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, দিল্লিতে। ওই টেস্টে ২১২ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এজাজ ও লেকারের কীর্তি প্রথম ইনিংসে হলেও কুম্বলে ১০ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।

You may also like