আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে জামায়াত-বিএনপির এজেন্ট বলে দাবি করেছে ফেনীর কয়েকজন জনিপ্রতিনিধি।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ফেনীতে সংবাদ সন্মেলনে এ দাবি করেন ফেনী পৌর মেয়রসহ জেলার দুই উপজেলা চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে অংশ নেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন এবং ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। দুপুরে ফেনীর একটি রেস্টুরেন্টে লিখিত বক্তব্য দেন জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সংবাদ সম্মেলনে তারা কাদের মির্জাকে জামায়াত ও বিএনপির এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং মাদকাসক্ত বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, দাগনভূঞাতে হামলার সঙ্গে তারা জড়িত নয়। কাদের মির্জা মিথ্যা কাহিনী সাজিয়ে জনপ্রিয়তা পাওয়ার জন্য এরকম করছে। মির্জা কাদের আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নামে মিথ্যা বক্তব্য দিয়ে সুনাম ক্ষুণ্ন করছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর দাবি তাদের।
এ বিষয়ে কাদের মির্জা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানান নি ।
তবে এর আগে লাইভে তিনি ফেনী ও নোয়াখালী সদরের এমপি এবং তাদের অনুসারী একাধিক নেতাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার অভিযোগ তুলেছিলেন।
ভয়েস টিভি/এসএফ